আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ খুনের ঘটনায় মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, 'উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত!'
শনিবার রাতে প্রয়াগরাজের এই খুনের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। যদিও এই ঘটনা নিয়ে মুখ খোলেনি বিজেপি। তবে, বিরোধীরা যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রীতিমতো আক্রন শুরু করে দিয়েছে। এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।
টুইটে মমতা লেখেন, 'উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। এটা চূড়ান্ত লজ্জার যে, অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের কোনও জায়গা নেই।'