অশনি ঘূর্ণিঝড়ের (Asani Cyclone) আশঙ্কায় পিছিয়ে গিয়েছিল জেলা সফর। মঙ্গলবার তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথা তাঁর। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) দলীয় সভাতেও যোগ দেবেন তিনি।
১৭ মে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে ১০০ জনের হাতে বিশেষ নিয়োগপত্র তুলে দেবেন তিনি। ১৮ মে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের নিয়ে মেদিনীপুর কলেজ মাঠে দলীয় পর্যালোচনা করবেন তৃণমূল নেত্রী। ১৯ মে ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা, পরেশ পালকে তলব করল সিবিআই
মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর নিয়ে নিরাপত্তার ঘেরাটোপ জঙ্গলমহলে। পশ্চিম মেদিনীপুর শহরের হোটেলগুলি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর দায়িত্বে যে সব আধিকারিকরা থাকবেন, তারাও শহরের গতিবিধির ওপর নজর রাখছেন। শহরের রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।