দেড় বছর বকেয়া থাকার পর নির্বাচন হয়েছে কলকাতা পুরসভায়(KMC Election 2021)। এবার রাজ্যের বাকি পুরসভাগুলির বকেয়া নির্বাচন কবে হবে, তা জানা গেল।
বৃহস্পতিবার আদালতে(High Court) হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানাল নির্বাচন কমিশন(State Election Commission)। আদালতে কমিশন জানিয়েছে, দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচটি পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর বিষয়ে চিন্তাভাবনা করছে তারা।
আদালতকে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানিয়েছে, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হবে আগামী ২২ জানুয়ারি। রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।