অনুব্রত কাণ্ডে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। শনিবার আসানসোল আদালতের বাইরে মাগুর মাছ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তবে সেই বিক্ষোভে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।
শনিবার আসানসোল আদালত চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেন কংগ্রেস কর্মীরা। হাতে মাগুর মাছ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। অভিযোগ, বিক্ষোভ মিছিল শুরু হতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তাঁদের উপর। কংগ্রেস কর্মীদের দাবি, পুলিশ তাঁদের আটকালেও আক্রমণকারী তৃণমূলের গুন্ডাবাহিনীকে আটকায়নি। অভিযোগ, কার্যত দর্শকের ভূমিকাতেই দেখা যায় পুলিশকে।
আরও পড়ুন- Anubrata Mandol : বেনামে সম্পত্তির অভিযোগ ওড়ালেন অনুব্রত, দাবি সিবিআইকে সহযোগিতা করার
গত কয়েকদিনের দীর্ঘ তল্লাশিতে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্য়াকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যে দাবি করেছে সিবিআই। শুক্রবার বোলপুরের চালকলে তল্লাশিতে উদ্ধার হয়েছে বিলাসবহুল পাঁচটি গাড়ি। এরমধ্যে একটি গাড়িতে সাঁটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার। এর প্রেক্ষিতেই সুর চড়িয়েছে কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দল।