পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ব্রাত্য। ইংরেজি মাধ্যম স্কুলের বাংলা শিক্ষিকাকে পাঠানো হল বহিস্কারের চিঠি। কারণ ওই ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় ভাষা বাংলা হলেও কোনও ছাত্রই বাংলা পড়ছে না। যে কারণে বাংলা শিক্ষিকাকে আর প্রয়োজন নেই বলেই মনে করছে স্কুল। যে চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার (Uttar 24 Parganas) কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ নওদাপাড়া হোলি চাইল্ড স্কুলের।
জানা গিয়েছে, গত ১৭ মার্চ ইংরেজিতে একটি চিঠি লিখে জানানো হয়েছে, সম্মাননীয় ম্যাডাম, স্কুলের দ্বিতীয় ভাষা বাংলা অথবা হিন্দি। কিন্তু প্রায় সব পড়ুয়া হিন্দিকেই বেছেছে। বাংলা ভাষা বিলুপ্তপ্রায়। সব ক্লাস মিলিয়ে মাত্র দুই কিংবা তিনজন বাংলা ভাষা নিয়েছে। তারা আপাতত বাড়িতেই পঠনপাঠন চালাবে। সেই কারণেই শিক্ষিকার আর প্রয়োজন নেই।
আরও পড়ুন - দুর্গাপুরে ২ সন্তান-সহ দম্পতির দেহ উদ্ধার, নেপথ্যে নিয়োগ দুর্নীতি!
যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে কে. বোস অর্থাৎ ইনচার্জ অফ ম্যানেজমেন্ট হিসাবে যিনি চিঠিটি দিয়েছেন তিনি পরে অবশ্য পিছু হটে দাবি করেছেন, 'বাংলা ভাষা বিলুপ্তপ্রায়', এই কথাটা তিনি লিখতে চাননি, ওটি সম্পূর্ণ ভুলবশত হয়ে গিয়েছে। আদতে তিনি ওই চিঠিতে বলতে চেয়েছেন, ওই স্কুলে বাংলার পড়ুয়া প্রায় নেই বললেই চলে। এমনকী ভুল সংশোধন করে ফের চিঠি পাঠানো হয়েছে ওই শিক্ষিকাকে।