সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। কিন্তু কোনও কুৎসায় কান দেবেন না। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে অবশেষে তাঁর দূতদের নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে সরকারি কর্মসূচি হিসাবে রাজ্যে চলছে 'দিদির দূত' নামে প্রচার কর্মসূচি। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দূতদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে দুর্নীতি নিয়ে বিভিন্ন জেলায় সাংসদ-বিধায়কদের সামলাতে হচ্ছে। এদিন মমতা জানান, মানুষের কাছে ক্ষমা চেয়েই কাজ করতে হবে। কারণ, দু-একজন খারাপ হতে পারেন। সবাই নন।
এই বছরই মার্চ-এপ্রিলে রাজ্যে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। যার প্রস্তুতি চলছে। তার আগে তৃণমূল কংগ্রেস সরকার সম্পর্কে রাজ্যের মানুষের মনোভাব বুঝতে রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছেন দিদির দূতেরা। কিন্তু কুণাল ঘোষ থেকে প্রায় সবাইকেই বিক্ষোভ সামাল দিতে হচ্ছে। এরমধ্যেই গত কয়েক দিন আগে উত্তর ২৪ পরগনার ইছাপুরে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন বিজেপির এক সদস্য। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
এতদিন এই ব্যাপারে চুপ ছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু এদিন তিনি জানান, এটা তাঁর প্রকল্প। মানুষের সমস্যা থাকতেই পারে। সেটা মানুষ জানাবেন। কিন্তু অন্যের কুৎসায় কান না দিতেও রাজ্যবাসীকে অনুরোধ করেন তৃণমূল নেত্রী। কারণ, তাঁর স্পষ্ট অভিযোগ, এই প্রকল্প নিয়েও রাজ্যবাসীকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিরোধীরা।