শেষ হল বিরাট অধ্যায়। মৃত্যু হল দেশের প্রবীণ রয়্যাল বেঙ্গল টাইগারের (Oldest Tiger in India)। বিশ্বরেকর্ডের শরিক হওয়ার ২ মাস বাকি থাকতেই বিদায় নিল রাজা। রবিবার রাত তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর। জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীদের মধ্যে শোকের আবহ। দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের একমাত্র বাসিন্দা ছিল রাজা। মৃত্যুর সময় রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস।
এখনও পর্যন্ত দেশের প্রবীণতম বাঘ ছিল কানপুর চিড়িয়াখানায়। ২৬ বছর বেঁচেছিল সে। আগামী ২৩ অগাস্ট ২৬ বছর হওয়ার কথা ছিল রাজার।যখন খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে যখন রাজাকে আনা হয়, তখন তাঁর বয়স ছিল ১১ বছর। সুন্দরবন থেকে উদ্ধার করে তাকে ডুয়ার্সে আনা হয়। সুন্দরবনে নদী পেরনোর সময় কুমিরে খেয়ে নিয়েছিল তার পিছনের পা। তাই জঙ্গলে না ছেড়ে তাকে ডুয়ার্সে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে রাজা।
আরও পড়ুন: আনিস-কাণ্ডে চার্জশিট পেশ সিটের, নেই খুনের ধারা, দাবি সূত্রের
আর মাত্র ৪০ দিন বাকি ছিল। এরপরই গিনেস বুক ওয়ার্ল্ডে নাম উঠত রাজার। ২৩ অগাস্ট মহা সমারোহে রাজার জন্মদিন পালন করার কথা ছিল বনকর্মীদের।