পশ্চিমবঙ্গেও কি ঢুকে পড়েছে কোভিডের নতুন উপরূপ জেএন.১? এখনও পর্যন্ত তেমন খবর নেই৷ কিন্তু বিভিন্ন হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আইসিইউতেও ভর্তি হচ্ছেন অনেক করোনা রোগী৷ তাই কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্তাদের। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, জেএন.১ বাংলায় ঢুকে পড়ল কি না, সেই বিষয়ে খোঁজ শুরু করেছেন তাঁরা।
বৃহস্পতিবারই কলকাতায় একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, কোভিড আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হচ্ছে। এর মাধ্যমে জানা যাবে তাঁরা কোভিডের কোন রূপে আক্রান্ত হয়েছিলেন।
কেরলে কোভিডের উপ-প্রজাতি জেএন.১-এর খোঁজ মিলেছে। এর পরেই প্রতিটি রাজ্যকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাই নজরদারি শুরু হয়েছে বাংলাতেও।