দীর্ঘ ১৪ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরি সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা। গত ৩১ আগস্ট বর্ধমানে ‘চোর ধরো জেল ভরো’ দাবিতে বামেদের ডাকা আইন অমান্য কর্মসূচি থেকে গ্রেফতার করা হয় আভাস রায়চৌধুরী সহ ৪৬ জন সিপিআইএম নেতা কর্মীকে।
৩১ আগস্টের সেই কর্মসূচি থেকে গ্রেফতার হন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরি, এসএফআই-র জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি সহ মোট ৪৬ জন।
আইন অমান্যকে ঘিরে বাম কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হয়। তার মধ্যে একটির অভিযোগকারী ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। অপর অভিযোগটি করেন এক তৃণমূল কর্মী।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে দুই দিন করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। আগাম অনুমতি ছাড়া আদালতের এলাকা ছাড়া যাবে না। সেই সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই সব শর্তে গ্রেফতার হওয়া বাম নেতা ও কর্মীদের জামিনের আবেদন মঞ্জুর করেন সিজেএম আদালতের বিচারক চন্দা হাসমত। এর পাশাপাশি শর্ত লঙ্ঘন করলে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৪৩৭(৫) ধারা অনুযায়ী জামিন বাতিলের প্রক্রিয়াও কার্যকর করা হবে বলে, মঙ্গলবার জানিয়েছেন বিচারক।