'পাহারায় পাবলিক', নতুন কর্মসূচি ঘোষণা সিপিএমের (CPM)। ভাদু শেখের (Bhadu Sheikh) মতো অল্পদিনের মধ্যে যাদের প্রভাব প্রতিপত্তি বেড়েছে, সেই সব নেতাদের চিহ্নিত করাই এই কর্মসূচির লক্ষ্য। এ নিয়ে যদিও কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল (TMC)।
রামুরহাটের বগটুই হত্যাকাণ্ডের (Rampurhat Violence) ১০ দিন পেরিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। নিহত তৃণমূল নেতা ভাদু শেখ ও ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের প্রভাব ও প্রতিপত্তি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আবহেই নতুন কর্মসূচি সিপিএমের। সাধারণ মানুষ ও দলীয় স্বেচ্ছাসেবকদের গ্রাম পাহারার জন্য আহ্বান জানিয়েছেন প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সোশাল মিডিয়ায় একটি ফর্ম শেয়ার করেছেন তিনি। এই ফর্মে নেতার বিরুদ্ধে অভিযোগ, কী কারণে অভিযোগ, নেতা অতীতে কোনও পেশার সঙ্গে যুক্ত ছিলেন এই ধরনের তথ্য জানতে চাওয়া হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে, এমনটাই জানানো হয়েছে সিপিএমের পক্ষ থেকে।
আরও পড়ুন: দ্বন্দ্ব ভুলে রাজ্যসভার সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে গান গাইবেন রূপা গঙ্গোপাধ্যায় ও দোলা সেন
সোশাল মিডিয়ায় সূর্যকান্ত মিশ্র লিখেছেন, "রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন।"
এই ইস্যুতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এত টাকার মালিক হল কী করে? তা আমরা খুঁজে বের করব।" সিপিএমের দাবি, যেসব অভিযোগ জমা পড়বে, দলীয় স্তরে তার অনুসন্ধান করে দলের ওয়েবসাইটে সেই তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ্যে আনা হবে।