পঞ্চায়েত ভোটের আগে ভুয়ো ভোটারের অভিযোগে একযোগে সরব রাজ্যের বিরোধীরা। সর্বদল বৈঠক থেকে মুখ্য নির্বাচনী অধিকারিকের কাছে অভিযোগ জানায় রাজ্যের বিরোধী দলগুলি। তবে তৃণমূলের দাবি, ভুয়ো ভোটারের অভিযোগে লিস্ট থেকে যেন কোনও নাম বাদ না যায়।
রাজ্যে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগেই নিয়মমাফিক সর্বদল বৈঠক বসে মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতরে। সেখানেই ভুয়ো ভোটারের অভিযোগে সরব হয় বাম-বিজেপি-কংগ্রেস। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ২০২৩ সালের ৫ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
সিপিএম নেতা কল্লোল মজুমদারের অভিযোগ, 'এক একটা বুথে ভুতুড়ে মৃত ভোটার। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অভিযোগ, 'ভোটার লিষ্টে প্রায় প্রত্যেক বুথে মৃত ব্যাক্তির নাম থাকে। এটা সাইন্টিফিক রিগিং।' অন্যদিকে, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়েরও গলাতেও একই সুর শোনা যায়।