বামফ্রন্ট (CPIM) চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) নেতৃত্বে বাম প্রতিনিধি দল পৌঁছল রামপুরহাটের বগটুই (Bogtui) গ্রামে । বুধবার বেলার দিকে বাম প্রতিনিধি দলকে নিয়ে গ্রামে ঢোকেন বিমান বসু । কিন্তু, অভিযোগ মূল ঘটনাস্থলে যেতে তাঁকে বাধা দিয়েছে পুলিশ । জানা গিয়েছে, এর প্রতিবাদে অবস্থানেও বসেন বিমান বসু ।
বুধবার সকালে বগটুই গ্রামে পৌঁছেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি ঘটনাস্থলগুলি ঘুরে দেখেন, গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন । এরপর বাম প্রতিনিধি দলকে নিয়ে গ্রামে যান বিমান বসু । যে বাড়িতে একসঙ্গে সাত জনের পুড়ে মৃত্যু হয়েছে সেখানে যেতে চান বিমান । অভিযোগ, পুলিশ আধিকারিকরা তাঁকে বাধা দেয় । এর প্রতিবাদে তিনি অবস্থানে বসেন । রামপুরহাট ইস্যুতে বিমান বলেন, ‘গণহত্যায় যুক্তদের জনগণের দরবারে বিচার হওয়া উচিত ।’
আরও পড়ুন, Mamata Banerjee : বৃহস্পতিবার রামপুরহাটে যাবেন মমতা, 'দোষীরা কেউ ছাড়া পাবে না', বার্তা মুখ্যমন্ত্রীর
এদিকে, বুধবার সকালে রামপুরহাট ইস্যুতে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় এসইউসিআই (SUCI)।