প্রয়াত সিপিআইএম নেতা মদন ঘোষ। শুক্রবার সকাল ৭টা ১০ নাগাদ বাড়িতেই তিনি মারা যান বলে খবর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অবিভক্ত বর্ধমান জেলার সম্পাদক। দলের প্রাক্তন বিধায়ক মদন ঘোষ দীর্ঘদিন ধরেই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। সারাভারত কৃষকসভার গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।
সিপিআইএম সূত্রে খবর, শুক্রবার বর্ধমানেই এই প্রবীণ বাম নেতার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই বাম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব বর্ধমান জেলা পার্টি অফিসে বিকাল ৪টে পর্যন্ত তাঁর মৃতদেহ শায়িত থাকবে। বিকাল ৪টের পর বর্ধমান শহরে শোক মিছিলের ডাক দিয়েছে জেলা সিপিআইএম।
আরও পড়ুন- CRPF in West Bengal: কেন্দ্রীয় বাহিনীর জন্য খরচ ১৮৫২ কোটি, রাজ্যকে বকেয়া মেটাতে চাপ কেন্দ্র সরকারের