প্রয়াত প্রবীণ সিপিএম নেতা মৃদুল দে । দীর্ঘদিন ধরে ক্যানসারের সমস্যায় ভুগছিলেন তিনি । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তিনি । চিকিৎসা চলছিল । কিন্তু, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই হাসাপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর ।
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন মৃদুল দে । আমৃত্যু গণশক্তি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সুলেখক, সুবক্তা মৃদুল । যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্য ছিলেন তিনি । আরও পরে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন ।
বয়সজনিত কারণে গত বছর রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি । বর্তমানে পার্টির রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য ছিলেন । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ সিপিএম ।