ফের 'শুভেন্দু গড়' পূর্ব মেদিনীপুরে উড়ল লাল ঝান্ডা(CPIM wins in East Midnapore)। ভগবানপুরের(Bhagwanpur Co-Operative Election 2023) কলাবেড়িয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের ৯টিতেই জয়লাভ করেছেন বাম প্রার্থীরা। বিজেপি(BJP in Bhagwanpur) প্রার্থী দিতে না পারলেও শাসক দল ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্তু সবক'টি আসনেই ধরাশায়ী হন তাঁরা।
বামেদের তরফে সর্বোচ্চ ভোট পেয়েছেন সরস্বতী বেরা। তিনি পান ৫৭২টি ভোট। অন্যদিকে, তৃণমূলের(TMC lost in Bhagwanpur Co-Operative Election) তরফে সর্বোচ্চ ভোট ১৮২টি। যদিও তৃণমূলের দাবি, তাঁদের ভোট শতাংশ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তবে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের(WB Panchayet Election 2023) আগে সমবায় এই জয়লাভ নিঃসন্দেহে বামেদের মনোবল বাড়াবে, তা বলাই বাহুল্য।
কলাবেড়িয়া সমবায় সমিতির বিদায়ী সম্পাদক তথা বাম নেতা পিনাকী দাসের কথায়, অসংরক্ষিত আসনে ৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ২ জন, তফশিলি জাতি উপজাতি আসনে ১ জন জয়ী হন। মহিলা সংরক্ষিত আসনে সবথেকে বেশি ভোট পেয়েছে বামেরা(Left wins in Co-Opertive Election)। অন্যদিকে, বিজেপির(BJP Leader) জেলা সহ সভাপতি অসীম মিশ্র জানান, ওটা একটা ছোট সমবায় সমিতি। তাই এই সমবায় সমিতির(Bhagwanpur Co-Operative Election) নির্বাচনকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওখানে মানুষের ভোটের বিষয়ে অতটা আগ্রহও নেই। তাই ওটাকে গুরুত্ব দেয় না কেউ।