ডিএ (DA) বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের ৩৬টি সংগঠনের ডাকা প্রথম দিনের করমবিরতিতে তেমন কোনও প্রভাব নেই। সোমবার বিকেলে নবান্ন (Nabanna) সূত্রে দাবি করা হয়েছে, এদিন রাজ্য প্রশাসনের সদর দফতরে উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ। মহাকরণ ও অন্যান সরকারি দফতরেও উপস্থিতির হার ছিল গড়ে ৯৬ শতাংশ। যদিও সরকারি এই হিসেবকে মানতে নারাজ প্রতিবাদী সংগঠনগুলি।
নবান্ন সূত্রে খবর, শহরের পাশাপাশি জেলাতেও সরকারি দফতরগুলিতে কাজ দুপুর পর্যন্ত স্বাভাবিক আছে। বিশেষ করে জেলার প্রতিটি স্কুল-কলেজের কাজ সচল হয়েছে বলেই রাজ্যের প্রশাসনিক সদর দফতর থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন - বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি, ইস্তফা দিলেন তৃণমূলের শিক্ষক সেলের ১৮ জন
গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই সরকারি কর্মচারিদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মার্চ মাসের বেতনের সঙ্গেই এই ভাতা পাবেন সরকারি কর্মচারিরা। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।