৪৪ দিন পর অনশন প্রত্যাহার করে নিলেন ডিএ আন্দোলনকারীরা (DA protest) । কেন্দ্রীয় হারে ডিএ (DA)দেওয়ার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা । একমাসের উপর শহিদ মিনার ময়দানে রিলে অনশন (DA Protesters withdraw hunger strike) করেছেন সরকারি কর্মচারীদের একাংশ । কিন্তু এখন বহু কর্মী অসুস্থ হয়ে পড়েছে । এদিকে, সুপ্রিম কোর্টেও ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে । তাই কর্মীদের শারীরিক অবস্থার কথা ভেবেই শেষপর্যন্ত অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলকারীরা । তবে, বকেয়া ডিএ-এর দাবি তাঁদের লড়াই, আন্দোলন চলবে ।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বহু কর্মী অসুস্থ হয়ে পড়ছিলেন । অনেকের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, গ্যাসট্রিকের সমস্যাও হচ্ছে অনেকের । তাই কর্মীদের কথা মাথায় রেখেই আপাতত ডিএ-র দাবিতে অনশন স্থগিত রাখা হল । প্রয়োজনে পরে ফের অনশনে বসা যাবে । তবে , ডিএ-র দাবিতে রাজ্যের নানা প্রান্তে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কাজ তাঁরা চালিয়ে যাবেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা ।
আরও পড়ুন, Nabanna : রাজ্যের ১০ সরকারি আধিকারিককে বদলির নির্দেশ, ডিএ আন্দোলনে সামিল হওয়ার জের ?
এদিকে, শুক্রবারই ৪ শতাংশ ডি এ বাড়ানো নিয়ে ঘোষণা করেছে কেন্দ্র । চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন হারে এই মহার্ঘ ভাতা (DA) কার্যকর হবে বলে খবর । সেক্ষেত্রে চলতি মাস সহ গত দু-মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে ।