সোমবার দুপুরে, SLST চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় শুয়ে পড়েও বিক্ষোভ দেখতে শুরু করেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
Rachin Ravindra : বিশ্ব ক্রিকেটে নজির রাচিন রবীন্দ্রের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কী কীর্তি গড়লেন ?
চাকরিপ্রার্থীদের দাবি বছরের পর বছর তাঁরা ঘুরে চলেছে, এখনও হাতে মেলেনি নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর দফতর থেকে একাধিক দফতরে চিঠি দিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। এদিকে, দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার জন্য, চাকরিপ্রার্থীদের অবস্থান থেকে উঠে যেতে বলা হয়েছিল।