ডেঙ্গির প্রকোপ বাড়ছে রাজ্য জুড়ে। সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের জাগরণী সংঘ ক্লাবের সভাপতি বিষ্ণু সাহার। মারা গিয়েছেন নান্টু পাল নামের আরও এক স্থানীয় বাসিন্দা। দু'জনেই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সবমিলিয়ে চলতি বছরে শিলিগুড়ি পুর এলাকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।
সূত্রের খবর, কালী পুজোর রাত থেকে জ্বরে আক্রান্ত হন ডাবগ্রাম নিবাসী বিষ্ণু সাহা। জ্বরের বিষয় কাউকে জানাননি। কিন্তু ধীরে ধীরে শরীরের অবনতি হতে থাকে। এরপর তাঁকে শিলিগুড়ির কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শরীরের অবস্থা আরও অবনতি হওয়ায় তাঁকে ওই রাতেই হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গির কারণে রক্তের প্লেটলেট ২০ হাজারের নীচে নামার পাশাপাশি শরীরের অন্যান্য অংশ বিকল হতে শুরু করে। এরপর সোমাবার বিষ্ণুবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিষ্ণু চলে যাওয়ায় দলের ক্ষতির সঙ্গে সঙ্গে দল একজন ভালো মানুষ হারাল বলে মনে করছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে ওই ওয়ার্ডের ৩৯ বছর বয়সী নান্টু পালও বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গির কারণে মৃতের রক্তের প্লেটলেট নেমে গিয়েছিল। কলেজপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে নার্সিং হোমেই তাঁর মৃত্যু হয়।