'যেটা ভুল, সেটা ভুল'। সোমবার তাঁর নতুন ছবি 'প্রজাপতি' ২৫ দিনের সাফল্য উদযাপন অনুষ্ঠানে ফের একবার এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দেব(TMC MP Dev)। তাঁর কথায়, যে দলই হোক, ভুল করলে তিনি বলবেন। এমনকি তাঁর নিজের দল বা তিনি নিজেও ভুল করলে সেটা ভুলই। ভুলটা মেনে নিয়ে সেটা কীভাবে শোধরানো যায়, সেটা আলোচনা করেই বেশি গুরুত্বপূর্ণ। এমনটাই মত ঘাটালের তারকা সাংসদ দেবের(Ghatal TMC MP)। পাশাপাশি, রাজনীতির সঙ্গে সিনেমাকে গুলিয়ে ফেলা নিয়েও তিনি এদিন সোচ্চার হন।
এর আগেও প্রজাপতি ইস্যুতে মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty) পাশে দাঁড়ান দেব। এমনকি, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কর্মসূচিতে অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ(TMC MP Dev)। দেব জানান, তিনি আর মিঠুন চক্রবর্তী যদি বাবা-ছেলের মতো থাকতে পারেন, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন।
আরও পড়ুন- Puri Temple Rat Attack: ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ পুরী, দাঁতের ধার থেকে ছাড় পেল না দেবতার পোশাকও
পাশাপাশি, রাজ্যে আবাস দুর্নীতি নিয়েও প্রথম থেকেই সোচ্চার ছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের(West Midnapore) দাসপুরে এক কর্মসূচিতে ঘাটালের তারকা সাংসদ(Ghatal TMC MP) বলেছিলেন, ”যাদের পাকা বাড়ি আছে তারা আবাসের ঘর পেয়ে যাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। এটা ভুল হচ্ছে।”