বিচার পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে চিঠি লিখলেন ডায়মন্ড হারবারের আদালতের তিন বিচারক। পুলিশি নিস্ক্রিয়তার বিরুদ্ধেও অভিযোগ করেছেন তাঁরা।
গত রবিবার রাতে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। তারপর পুলিশে অভিযোগ করা হয়। কিন্তু কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ,পুরো ঘটনায় মদত দেন এক পুলিশ অফিসার।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডায়মন্ডহারবার জেলা আদালতের মুখ্য বিচারক এবং কলকাতা হাইকোর্টের রেজিস্টারকে চিঠি লেখেন তিনজন বিচারক। ওই চিঠিতে তাঁরা উল্লেখ করেন, জোর করে আবাসনের ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ভিতরে ঢুকতে চায় তারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেরি করে সেখানে পৌঁছয় বলে অভিযোগ।
বিচারকরা চিঠিতে উল্লেখ করেছেন, ওই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। ডায়মন্ডহারবার জেলা পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না তাঁরা। তাঁরা জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তাঁরা। তারপরেই হামলা চালানো হয়েছে।
বিচারকের আবাসনের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডায়মন্ড হারবার মহকুমার ক্রিমিনাল আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দেবাংশু পান্ডা। তিনি প্রশ্ন তোলেন, বিচারক যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়।
এই ঘটনার নিন্দা করেছেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।