শনিবার সকাল থেকে কলকাতায় ঘন কুয়াশা। আর তার জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। ফলে গন্তব্যস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে যাত্রীদের।
কোন কোন বিমান ওঠানামায় বিলম্ব?
জানা গিয়েছে শনিবার সকাল ৯টা ১৫ নাগাদ স্পাইসজেটের বেঙ্গালুরুগামী বিমান ছাড়ার কথা থাকলেও তা নির্দিষ্ট সময়ে ছাড়েনি। এছাড়াও ৮টা ২৫-এর ইন্ডিগোর ডিমাপুরগামী বিমান এবং সাড়ে ৯টার বেঙ্গালুরগামী বিমানের সময় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য একাধিক শহরের বিমানের সময় পরিবর্তন করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, বিমান বন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে গিয়েছে। যার জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। প্রবল কুয়াশার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিমান বন্দরের আধিকারিকরা।