প্রশাসনের তরফে নিম্নচাপের সতর্কবার্তার পরেও দীঘার সমুদ্রে পর্যটকদের ভিড় লেগেই আছে। পুলিশ-প্রশাসনের তরফে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করে বারবার মাইকিং করা হচ্ছে, তবে তাতে থোড়াই কেয়ার পর্যটকদের। উল্লেখ্য, নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান করতে নেমে রবিবারই তলিয়ে যান এক যুবক। তারপরেও হুঁশ ফেরেনি একশ্রেণির মানুষের।
শনিবার থেকেই দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নজরদারির জন্য মোতায়েন রয়েছে নুলিয়া ও পুলিশ। নিম্নচাপ ও জোয়ারের সময় কেউ যাতে সমুদ্রে নেমে পড়তে না পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জোয়ারের জলে সৈকত শহর ভেসে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন- Firhad Hakim:ভারী বৃষ্টি হলেও ঘণ্টা পাঁচেকের মধ্যেই জল নেমে যাবে, আশ্বাস মেয়রের
তবে সোমবার প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রতটে ভিড় করা এবং সমুদ্রে স্নান করতে নামায় চারজন পর্যটককে আটক করে সাগর কোস্টাল থানার পুলিশ। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর।