স্বাধীনতা দিবসের দিনও পিছু ছাড়ল না রাজনীতি। সোমবার মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সাংসদের অভিযোগ, তৃণমূলের সবাই চোর।
তিনি জানান, এবার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হতাশ, কতটা ভীত। এতদিন উনি অনেক ধমক চমক দিতেন, এখন উনি বলছেন আমি যদি অ্যারেস্ট হই তাহলে আপনারা রাস্তায় নামবেন কিনা? কারণ বোঝা যাচ্ছে, ওনার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা। উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।
আরও পড়ুন- Mamata Banerjee: স্বপ্নের ভারত কেমন হবে, টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের ১৪ই আগস্ট পতাকা উত্তোলনকেও কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, ১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা দিবস, পাকিস্তান পতাকা তোলে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ১৪ তারিখ পতাকা তুলুন। দিলীপের কটাক্ষ, তিনি বুঝতে পারছেন না, কোন দেশের স্বাধীনতা পালন করছে তৃণমূল, পাকিস্তান না ভারতের? পাশাপাশি, তৃণমূল নেতা অজিত মাইতিকে আক্রমণ করে দিলীপ বলেন, যদি অজিত মাইতির মতো লোকেরা যদি নেতা হয়, তাহলে আবার দেশ পরাধীন হতে বেশি দেরি হবে না।