অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এই প্রথম বীরভূমে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 'কেষ্টগড়' বীরভূমের বিভিন্ন প্রান্তে লাগানো তৃণমূলের তোরণ, ব্যানার, পোস্টার থেকে 'অদ্ভূতভাবে' বাদ গিয়েছেন অনুব্রত। এবার তা নিয়েই শাসক তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
এদিন ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, টাকার অঙ্ক বেশি বলেই অনুব্রতকে ছাঁটতে বেশি সময় নিচ্ছে তৃণমূল। তাঁর আরও কটাক্ষ, “পার্থকে ছাঁটতে সাত দিন নিয়েছিল। কেষ্টকে ছাঁটতে সাত মাস লাগল। এক জনের কাছে সাড়ে তিনশো কোটি এবং আরেক জনের কাছে সাড়ে পাঁচশো কোটি আছে।" দিলীপ ঘোষের কথায়, তৃণমূলে যে যত টাকা তুলে দেয়, তাঁর গুরুত্ব তত বেশি।
আরও পড়ুন- Punjab Shootout: বিরুদ্ধ গোষ্ঠীর লোক ভেবে পুলিশকে গুলি, পাঞ্জাবে গ্রেফতার গ্যাংস্টারের বাবা
স্থানীয়দের মতে, বীরভূমের যে কোনও জনসভা বা অনুষ্ঠানের প্রচারে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুব্রতর ছবি থাকাই কার্যত নিয়ম ছিল। এই প্রথমবার তার ব্যতিক্রম ঘটায় জোর জল্পনা তৈরি হয়েছে জেলার রাজনীতিতে।