কথা ছিল মে মাসে পাঁচ তারিখ থেকে শুরু হবে দুয়ারে সরকার। কিন্তু রাজ্যে এখন তাপপ্রবাহ চলেছে। তার জেরে আপাতত পিছিয়ে গেল এই প্রকল্পের কাজ। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২১ মে থেকে শুরু হবে দুয়ারে সরকারের কাজ।
তবে তিনি জানিয়েছেন, ৫ মে থেকে ৫ ই জুন পর্যন্ত উন্নয়নের পথে কর্মসূচি হবে। দুয়ারে সরকারের জন্য আবেদন পত্র নেওয়া হবে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত। সেই সঙ্গে সেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পাড়ায় সমাধান ৫ মে থেকে একমাস হবে। মুখ্যসচিব এই ব্যাপারে লিখিত নির্দেশিকা প্রকাশ করবেন।
বুধবার সব দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বৈঠকেই বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। সঙ্গে আবহাওয়া সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সরকারি আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, ২০২০ সাল থেকে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ কর্মসূচির গত তিনটি দফায় বহু মানুষ নানা সুবিধা পেয়েছেন।