সোমবার গভীর রাতে ইডি শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে (Sanjay Raut arrested) গ্রেফতার করল। ইডি সূত্রে খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে। সোমবার সাংসদকে আদালতে তোলা হবে।
মহারাষ্ট্রে জমি দুর্নীতি-কাণ্ডে এর আগে দু’বার জেরার জন্য সঞ্জয় রাউতকে ডেকেছিল ইডি। কিন্তু প্রতিবারই সাংসদ তা এড়িয়ে গিয়েছিলেন। এরপর ৩১ জুলাই সকালে সিআইএসএফ জওয়ানদের নিয়ে পূর্ব মুম্বইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে যান ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর তাঁকে আটক করে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সন্ধ্যায় নিজেদের অফিসে নিয়ে যায় ইডি। সেখানে ছয় ঘণ্টার জেরার পর তাঁকে গ্রফতার করে ইডি।
Pakistan:আর্থিক সংকটে বেহাল পাকিস্তানে এখন মোষের থেকে সিংহ সস্তা
রবিবার ইডির অভিযান শুরুর আগেই সঞ্জয় টুইট করেন, ‘মিথ্যে পদক্ষেপ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি শিবসেনা ছাড়ব না। মরে গেলেও আত্মসমর্পণ করছি না। লড়াই চলবে।’ ইডির অভিযান চলাকালীনই সঞ্জয়ের বাড়ির সামনে জড়ো হন কিছু শিবসেনা সমর্থক। তাঁরা ইডি এবং বিজেপির বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিতে থাকেন।
এর আগে গত এপ্রিলে সঞ্জয়ের স্ত্রী বর্ষা এবং দুই সহযোগীর নামে থাকা ১১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।