নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বয়ানে মিলছে অসঙ্গতি । ইডির দাবি, তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন কুন্তল । প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) টাকা দেওয়ার কথা বললেও, সম্প্রতি গোপাল দলপতির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতেই বদলে গেল কুন্তলের বয়ান । তাঁর দাবি, পার্থকে নয়, তাপস মণ্ডলকে (Tapas Mondal) টাকা দেওয়া হয়েছে ।
ইডি জানিয়েছে, গ্রেফতারের পরে কুন্তল দাবি করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থকে তিনি সাড়ে ১৫ কোটি টাকা দিয়েছেন এবং সেই টাকা লেনদেনের অন্যতম সাক্ষী গোপাল । যদিও, গোপাল সেই অভিযোগ অস্বীকার করেছেন । সম্প্রতি, গোপাল, তাপস ও কুন্তলকে মুখোমুখি জেরা করা হয় । গোপাল দলপতি জানান, পার্থ চট্টোপাধ্যায়কে কোনও টাকাই পৌঁছে দেননি তিনি । এরপরেই কুন্তল দাবি করেন, ‘তাপসকে টাকা দেওয়া হয়েছে’। এভাবেই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ ।
আরও পড়ুন, Adani Eterprises : ২০ হাজার কোটি টাকা FPO তুলে নিল আদানি গোষ্ঠী, টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা