নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়িতে তল্লাশি ইডির। হুগলির ব্যান্ডেল চার্চের কাছে একটি বাড়িতে হানা দেয় ইডি। বলাগড়ের চাদরা রিসর্টে তালা ভেঙে ঢোকেন ইডি আধিকারিকরা। পাশাপাশি ব্যান্ডেলের বালির মোড়ের কাছে একটি বাড়িতেও পিছনের দরজা দিয়ে ঢোকেন ইডিন আধিকারিকরা। শনিবার সকালে ইডির আরও একটি দল চুঁচুড়ার জগুদাসপাড়ায় শান্তনুর একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে বলে খবর।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর শান্তনু ও তাঁর স্ত্রী নামে থাকা বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নামে-বেনামে একাধিক বাড়ি, ধাবা, রেস্তরাঁ, হোম স্টে, বাগান বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
শুক্রবারই শান্তনু ও তাঁর স্ত্রীর প্রায় ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। সব মিলিয়ে ১ কোটি টাকার বেশি সম্পত্তি আছে বলে দাবি ইডির। সেই অ্যাকাউন্টের আর্থিক লেনদেন খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।