নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির। শুক্রবার শান্তনুকে ফের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ফেব্রুয়ারি মাসেও ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কিনা, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা।
জানুয়ারি মাসে শান্তনুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, তাঁর বাড়িতে ৩০০ প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে। এই নিয়েই ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি। এবার কুন্তলের সঙ্গে শান্তনুর যোগসূত্রের হদিশ পেতে চাইছে ইডি।