নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে। তাপসের ভাই বিভাস মণ্ডলের সঙ্গে পাশকুঁড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের একটি ছবি ভাইরাল হয়। তা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু মানিক ভট্টাচার্য নয়, অন্য তৃণমূল নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাপস ও তার ভাই বিভাসের। এবার ইডির স্ক্যানারে তাপস মণ্ডলও।
সম্প্রতি তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেয় ইডি। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ২ মোবাইল, হার্ড ডিস্ক,, ২ টি পেন ড্রাইভও উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর, তাপসের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলির সঙ্গে শিক্ষক দুর্নীতির যোগ থাকতে পারে। এবার এই তদন্তে তাপস মণ্ডলকে তলব করেছে ইডি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুরু থেকে বেআইনি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানিক ঘনিষ্ঠ তাপস। ১৯৮৫ সাল থেকে বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। বাম আমলে একটি চিটফান্ড খোলেন। তার নাম মিনার্ভা ফাইনান্স লিমিটেড। পাশকুড়ার পাতন্দা গ্রামে তাঁর কলেজের নামও মিনার্ভা অ্যাকাডেমি। যেখানে বিএড পড়ানো হয়।