বৃহস্পতিবার ডানকুনিতে তৃণমূলের অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পোস্টার পড়ে। সেখানে বড় বড় করে লেখা ছিল, বিধায়ক কাঞ্চনকে খুঁজে দিতে পারলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে। তৃণমূলের অভিযোগ ছিল, ওই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। এর ২৪ ঘন্টার মধ্যেই 'নিখোঁজ' বিধায়ককে খুঁজে পেল এডিটরজি বাংলা। আমাদের প্রতিনিধিকে কী জানালেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।
শুক্রবার কাঞ্চন মল্লিকের সাফ জবাব, তিনি বিরোধীদের পোস্টারের উত্তর দেওয়ার জন্য কাজ করেন না। কাঞ্চন জানান, "আমি জনসাধারণের দ্বারা নির্বাচিত হয়েছি। জনসাধারণের জন্য কাজ করি। তাঁদের সুবিধা-অসুবিধা দেখা আমার কাজ। ওদের কৈফিয়ত দেওয়া বা কার্যতালিকা দেওয়াটা আমার কাজ নয়।" এরপরেই বিজেপির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, যাকে দেখতে নারি, তাঁর চলন বাঁকা।
আরও পড়ুন- TET agitator Arunima Pal: 'এখনও অনেক লড়াই বাকি', ঘরে ফিরে জানালেন বিধ্বস্ত অরুণিমা পাল
ইদানীং বাংলার রাজনীতিতে 'নিখোঁজ পোস্টার' সাড়া ফেলে দিয়েছে। স্থানীয় সাংসদ, বিধায়কদের খুঁজে না পাওয়ার দাবি সম্বলিত পোস্টারে ভরে গিয়েছে বিভিন্ন এলাকা। কিছুদিন আগে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে আসানসোলে এমন পোস্টার দেখা যায়। তৃণমূলের অভিযোগ ছিল, এর পেছনে রয়েছে বিজেপি। তার কিছুদিনের মধ্যেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামেও নিখোঁজ পোস্টারে চাঞ্চল্য তৈরি হয়। বিজেপি তখন এর পিছনে তৃণমূলকে দায়ী করেছিল। অভিযোগ, গত বুধবার উত্তরপাড়াতে কাঞ্চন মল্লিকের নামেও নিখোঁজ পোস্টার দেয় বিজেপি।