এখনই স্নাতকে চার বছরের পাঠক্রম লাঘু করতে চাইছে না রাজ্য। জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, উপাচার্যদের নিয়ে কমিটি তৈরি করা হবে। সেই কমিটির মতামত অনুযায়ী এই নয়া পাঠক্রম নীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে শুরু করছে কেন্দ্র। ইউজিসি-র নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার অনার্স-সহ স্নাতকের পড়াশোনা শেষ করতে ৪ বছর সময় লাগবে। না হলে স্নাতকের ডিগ্রি (Graduate Degree) পাবেন না পড়ুয়ারা। এর পর থেকেই শুরু হয় জল্পনা।
আরও পড়ুন - বাম আমলে তাঁর বাবার হাত ধরেও অনেকে চাকরি পেয়েছিলেন, অভিযোগ উদয়নের
তিন বছরের পরিবর্তে জাতীয় শিক্ষানীতি মেনে এ রাজ্যে স্নাতক পাঠক্রম কি চার বছরেরই হবে? তা নিয়ে শুরু হয় বিতর্ক। এবার তা নিয়েই মুখ খোলেন ব্রাত্য বসু। জানিয়ে দেন, চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করা হবে উপাচার্যদের নিয়ে। সেই কমিটি এই বিষয়ে মোট দেবে।