পুরসভা নির্বাচনের দিন উত্তেজনা ছড়াল আসানসোলে (Asansol)। বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা (TMC)। তাঁর বিরুদ্ধে উঠল 'গো ব্যাক' স্লোগান।
আসানসোলের ২৭ নং ওয়ার্ডে যান মুসস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে তাঁকে ঘিরে। তৃণমূলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ বিজেপির। পালটা বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।
আরও পড়ুন: Bidhannagar Municipal Election: সল্টলেকে উত্তেজনা! ভূয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী
জিতেন্দ্র তিওয়ারিকে নোটিস নির্বাচন কমিশনের। সশস্ত্র রক্ষী নিয়ে কী করে বুথের কাছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি? তৃণমূলের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্রকে নোটিস দিল রাজ্য নির্বাচন কমিশন।
"নিরাপত্তা রক্ষীদের আগেই ছেড়ে দেওয়া হয়েছে। একাই ঢুকতে চেয়েছিলাম। কিন্তু ছাপ্পা ধরে ফেলব এই ভয়ে তৃণমূল আটকে দিয়েছে", দাবি জিতেন্দ্রর। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ধাদকা এলাকায়।
আসানসোলে সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। তার সঙ্গেই রয়েছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ।