ইডির দফতরে হাজিরা দিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ইডির তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন প্রিয়াঙ্কা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে ডেকে পাঠানো হয়েছে প্রিয়ঙ্কাকে।
শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর বিপুল সম্পত্তি উদ্ধার হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর শান্তনু ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। নামে-বেনামে একাধিক বাড়ি, ধাবা, রেস্তরাঁ, হোম স্টে, বাগান বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর এবং একটি রেস্তরাঁ মালিক শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা।
যে সংস্থার নামেও আবার একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যেই ওই ইভান কন্ট্রেড নামক সংস্থার এক কর্তা রাকেশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এ বার এই বিপুল সম্পত্তি এবং একাধিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রিয়াঙ্কাকেও।