ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ (Explosion )। ঘটনায় জখম হয়েছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। উড়ে গিয়েছে তাঁর হাতের আঙুল। শনিবার এই ঘটনা ঘটেছে নদিয়ার করিমপুরের (Nadia) রেগুলেটেড মার্কেট এলাকায়। আহত ওই যুবকের নাম নীলেশ মণ্ডল। বর্তমানে তিনি করিমপুর (Karimpur) হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্টের মহকুমা পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, করিমপুরের বাসিন্দা, দুই বন্ধু নীলেশ মণ্ডল ও সায়ন মণ্ডল এদিন বিকালে বেড়াতে বেরিয়েছিল। তাঁরা দু'জনেই নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। রেগুলেটেড মার্কেট এলাকায় পৌঁছতেই ডাস্টবিনে পড়ে থাকা একটি ব্যাগে চোখ যায় তাঁদের।
আরও পড়ুন - তুরস্কে 'অপারেশন দোস্ত' সেরে শহরে ফিরল NDRF বাহিনী, জানালেন অভিজ্ঞতার কথা
কৌতূহলবশত ওই ব্যাগ খুলতেই কেঁপে ওঠে ঘটনাস্থল। সঙ্গে সঙ্গে ছাত্রটির ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা ক্রমশ গুরুতর হওয়ায় পড়ে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।