মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ব্লু লাইনে আরও বেশি রেক চালানো হবে। বৃহস্পতিবার থেকেই অতিরিক্ত এই পরিষেবা পাবেন যাত্রীরা।
জানা গিয়েছে, সকালের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী একটি অতিরিক্ত রেক চালানো হবে। অন্যদিকে উত্তমকুমার স্টেশন অর্থাৎ টালিগঞ্জ থেকে একটি অতিরিক্ত রেক চালনো হবে। ৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা শুরু হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।
বর্তমানে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। যা উত্তমকুমার স্টেশনে পৌঁছয় ৭টা ১০ মিনিট নাগাদ। কিন্তু এবার থেকে টালিগঞ্জ স্টেশনে তারও আগে পাওয়া যাবে মেট্রো। সকাল ৬টা ৫৫ মিনিটে উত্তম কুমার স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি অতিরিক্ত রেক দেওয়া হয়েছে। ওই ট্রেনটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে।
এতদিন পর্যন্ত সপ্তাহের পাঁচদিন ব্লু লাইনে মোট ২৮৮টি মেট্রো চালানো হয়। কিন্তু বৃহস্পতিবার থেকে আরও ২টি অতিরিক্ত রেক চালানোর ফলে ওই রুটে ২৯০টি করে মেট্রো চলবে।
ব্লু লাইনে মেট্রোর রেক বৃদ্ধির পাশাপাশি গ্রিন লাইনেও নতুন পরিষেবা শুরু করা হয়েছে। এতদিন পর্যন্ত রবিবার এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল না। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে রবিবারও পরিষেবা চালু করা হয়েছে। দুপুর ২টো ১৫ থেকে পরিষেবা শুরু হয়ে রাত ৯টা ৪৫ পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা।