রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনের (West Bengal Municipal Election) ভোটগ্রহণের শুরু থেকেই ছাপ্পা ভোট চলছে বলে দাবি বিরোধীদের। বিভিন্ন পুরসভায় দেদারে ছাপ্পা ভোট দিচ্ছে শাসকদল তৃণমূল (TMC)। এমনই দাবি বিরোধীদের। এবার সামনে এল আরো একটি ছাপ্পা ভোটের ভিডিয়ো। এই ভিডিয়োটি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর। স্থানীয় লেকভিউ স্কুলের ওই বুথে অবাধে ছাপ্পা ভোট চলছে বলে দাবি। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা এডিটরজি বাংলা যাচাই করেনি।
আরও পড়ুন: Municipal Election 2022: কামারহাটিতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের
বিজেপি, সিপিএম, কংগ্রেসের দাবি, নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে তৃণমূল। রাজ্যের মানুষকে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না।