রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের দিন (West Bengal Municipal Election) সকাল থেকেই দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন পুরসভার মতো বর্ধমানেও তৃণমূল একতরফা ছাপ্পা দিয়েছে বলে অভিযোগ। বিজেপির (BJP) দাবি, তারা রীতিমতো হাতেনাতে ধরেছে ছাপ্পা ভোটারদের।
আরও পড়ুন: West Bengal Municipal Election: অবাধে ছাপ্পার অভিযোগ দক্ষিণ দমদমের লেকভিউ স্কুলে, দেখুন ভিডিয়ো
বর্ধমান পুরসভার (Burdwan Municipal election) ৯ নম্বর ওয়ার্ডে সকাল থেকে চলেছে শাসকদলের দাপট৷ টাউন স্কুলের বুথে বহিরাগতদের জড়ো করা হয় বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি,হার নিশ্চিত বুঝেই বহিরাগতদের এনে ছাপ্পা দিয়েছে তৃণমূল।