আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের সময় ৩ জনের মৃত্যু। আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari), তাঁর স্ত্রী-সহ একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে নাম নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
কম্বল বিলি কর্মসূচিতে বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চৈতালিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দুর্ঘটনায় প্রাণ হারানো ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তবে অভিযোগপত্রে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেই।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হার্ট অ্যাটাক, মৃত্যু ৬০ বছরের মহিলার
গত বুধবার আসানসোলে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।