Dakkhineswar Temple: দক্ষিণেশ্বর কালী মন্দিরের নামে টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ দায়ের

Updated : Jul 15, 2022 11:14
|
Editorji News Desk

কালী বিতর্কের মধ্যেই এবার দক্ষিণেশ্বর (Dakshineswar) মন্দিরের নামে ভুয়ো টুইটার (Twitter) অ্যাকাউন্ট। বিষয়টি চোখে পড়তেই পুলিশের কাছে অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের বারাকপুরের পুলিশ কমিশনারকে মন্দিরের তরফ থেকে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের (Lal Bazar) গোয়েন্দাপ্রধানকেও। ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেটের সাইবার শাখা এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বলেই খবর। 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভক্তদের নজরে আসে একটি টুইট। যে অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয়েছে, সেটিকে দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল টুইটার’ পরিচয় দিয়ে নেটিজেনদের স্বাগত জানানো হয়। অন্য একটি টুইটে কিছু মন্তব্য করা হয়। যা বিদ্বেষমূলক বলে অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বর মন্দির কমিটির তরফে কুশল চৌধুরী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলার বিষয়টি তাঁদের নজরে এসেছে। মন্দির কর্তৃপক্ষর বক্তব্য দাবি করে টুইটারে কিছু বক্তব্যও পেশ করা হয়েছে। কিন্তু ওই বক্তব্য আদৌ মন্দির কর্তৃপক্ষের নয় বলেই দাবি তাঁদের। 

আরও পড়ুন- Sovan-Baisakhi: শোভনের জন্মদিনে বৈশাখীর মহা আয়োজন, সপরিবারে উদযাপনের ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায়

দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। কিছু ব্যক্তি সাধারণ মানুষ ও ভক্তদের বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নাম করে ভুয়া টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে বলেই দাবি। মন্দির কর্তৃপক্ষ যে অভিযোগপত্রটি মেল করে পাঠিয়েছে, তারই ভিত্তিতে এফআইআর করার আবেদন জানানো হয়েছে। তদন্তে অভিযুক্তকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও ভুয়ো টুইটার অ্যাকাউন্টটি ব্লক বা বন্ধ করে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। 

FIRfake accountsTwitter Accountdakkhineshwar temple

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে