বুধবার সকালে শান্তিপুরের জাতীয় সড়কে অগ্নিকাণ্ড। পরপর তিনটি গাড়িতে আগুন লেগে যায় আর তার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের উপর। দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় সার বোঝাই একটি লরি দাঁড়িয়েছিল। সেসময় হঠাৎ একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই পাঞ্জাব লরিতে ধাক্কা মারে। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় টোটোতে। সেই আগুন দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায়। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাপড় বোঝাই গাড়ি। ওই গাড়িটিতেও আগুন ধরে যায়। ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে পুড়ে যায় ওই তিনটি গাড়ি।
ঘটনাটি দেখতে পেয়ে প্রথমে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, টোটোর ব্যাটারি থেকে কোনও শর্ট-সার্কিটের কারণে আগুন লাগতে পারে। এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।