ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার অদূরে চলল গুলি । আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । জানা গিয়েছে, অভিষেকের সভার কাছেই এক বিয়ে বাড়িতে গুলি চলে । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার স্থানীয় রবীন্দ্র ভবনে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । সেখানে সাংসদ অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা । সভা চলাকালীনই আচমকা গুলির শব্দে চমকে যায় সবাই । জানা যায়, কপাটহাট মোড়ে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল । সেইসময় এক মদ্যপ যুবক বিয়ে বাড়িতে ঢুকে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ । তারপর সেখান থেকে সে পালিয়ে যায় । যদিও, পরে বাপ্পা গায়েন নামে ওই যুবককে আটক করে পুলিশ ।
ঘটনার তদন্ত চলছে । এর পিছনে কোনও নাশকতার ছক ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ । যদিও, এঘটনার প্রভাব খুব একটা পড়েনি অভিষেকের সভায় । সাংসদ তাঁর সভা শেষ করেই সেখান থেকে বেরোন ।