মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম (Sikkim)। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার কারণে কার্যত বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গেও (South Bengal)।
এই পরিস্থিতিতে সাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য উত্তরবঙ্গে ২৮টি সরকারি আশ্রয় শিবির খোলা হয়েছে। দক্ষিণেও ১৯০টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
নবান্নের তরফে দুটি কন্ট্রোল রুম নম্বরের কথা জানানো হয়েছে। যে কোনও দুর্যোগে এই দুটি নম্বর থেকে সাহায্য পাওয়া যাবে। নম্বর দুটি - ০৩৩-২২১৪৩৫২৬ এবং ১০৭০।
আরও পড়ুন - টানা বৃষ্টি কালিম্পঙে, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে বইছে জল, আতঙ্কে স্থানীয়রা
সাধারণ মানুষের সাহায্যার্থে দুটি কন্ট্রোলরুম খোলা হয়েছে পর্যটন দফতরের তরফেও। নম্বর দুটি - ১৮০০-২১২-১৬৫৫ এবং ৯০৫১৮৮৮১৭১।