'বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল..' - কালজয়ী এই গানটির কথা কে না জানি! কিন্তু কতজন চিনি গানটির স্রষ্টা রতন কাহারকে? ৮৮ বছর বয়সী দরিদ্র লোকশিল্পী রতনবাবুকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। এখনও সিউড়ির পথে পথে গান গেয়ে বেড়ান এই অসামান্য স্রষ্টা।
কিংবদন্তি পাহাড়ি সান্যাল তাঁকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন আকাশবাণীতে। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেকর্ড হয় অল ইন্ডিয়া রেডিওতে। সেই সময় পারিশ্রমিক হিসেবে রতনবাবু পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরে গান গেয়েছেন দূরদর্শনেও।
টুসু, ঝুমুর এবং আলকাব গানে সিদ্ধহস্থ রতন কাহার অজস্র গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন। তাঁর লেখা 'বড়লোকের বেটি লো' এখনও লোকের মুখে মুখে ফেরে। এই গান প্রথম রেকর্ড করেন শিল্পী স্বপ্না চক্রবর্তী।
সম্প্রতি বলিউডের সঙ্গীত শিল্পী বাদশা তাঁর 'গেন্দা ফুল' গানে 'বড়লোকের বিটি লো'-র রিমিক্স করেন৷ কিন্তু কোত্থাও রতন কাহারের নাম নেওয়া হয় না। তীব্র বিতর্কের মুখে বাদশা ক্ষমা চেয়ে সাম্মানিক হিসাবে ৫ লক্ষ টাকা দেন রতনবাবুকে।
জীবনের শেষ প্রান্তে এসে পদ্ম সম্মান পেয়ে আপ্লুত রতনবাবু। নিজের সাদামাটা বাড়িতে বসে তিনি বলছেন, "এতগুলি বছর কেটে গেছে, কেউ আমার কথা ভাবেনি৷ অবশেষে স্বীকৃতি পেলাম..."।