হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দূরের কথা। হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের (Haimanti Gangully) নামে ১ টাকাও পাওয়া যাবে না। রাজধানী দিল্লিতে (Delhi) দাঁড়িয়ে এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন হৈমন্তীর প্রাক্তন স্বামী গোপাল দলপতি (Gopal Dalapati)।
গোপালের কাছে জানতে চাওয়া হয় নিয়োগ দুর্নীতিতে তাঁদের দু'জনের নামে কোটি কোটি টাকার সম্পত্তির থাকার অভিযোগ এনেছেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। এরপররেই গোপাল জানান, 'হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে হাজার হাজার কোটি টাকা দূরের কথা, কোনও টাকা পাওয়া যাবে না। গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে কোনও সম্পত্তি নেই। ওই হাজারটা জিরো জিরো হয়ে যাবে। আর খুব শীঘ্রই প্রমাণ হবে সেই কথা।'
আরও পড়ুন - নামমাত্র টাকায় ভরপুর হুল্লোড়-খানা পিনা,'হোলি পার্টি'র প্রলোভনে পা দিয়েই হাজার হাজার টাকা উধাও
চলতি মাসের গোড়ায় কলকাতায় ইডির দফতরে শেষবার দেখা গিয়েছিল গোপাল দলপতিকে। দাবি করেছিলেন, কিছু নথি তিনি জমা দিতে এসেছিল। তিনি কোনও টাকা নেননি বলেও দাবি করেছিলেন গোপাল। এদিন তিনি জানিয়েছেন, হৈমন্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলছে। সেই প্রক্রিয়া এখনও চলছে। তবে এই ঘটনায় হৈমন্তীর নাম আসায় তিনি দুঃখ পেয়েছেন। কারণ, হৈমন্তী 'ইনোসেন্ট' ।