বুধবার দার্জিলিং রাজভবনে চা চক্রে রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমন্ত্রণ পেয়ে সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা চক্রে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিন জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস ও সিপিএম।
সিপিএমের মহম্মদ সেলিম এই চা চক্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডেলো বৈঠকের প্রসঙ্গ তুলে তৃণমূলকে কটাক্ষ করেন। সেলিম হিমন্ত বিশ্বশর্মাকে নরেন্দ্র মোদীর বার্তাবাহক হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘একা রামে রক্ষা নেই, সঙ্গে সুগ্রীব দোসর। অসমের মুখ্যমন্ত্রী ,আসবেন মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে।’’ অধীর চৌধুরি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর গোপন বোঝাপড়া রয়েছে তা স্পষ্ট। মোদী বলেছেন কংগ্রেস হটাও, মমতাও বলেছেন কংগ্রেস হটাও। তাই তিনি রাজ্যপালের কাছে যাবেন, চা খাবেন, হিমন্ত বিশ্বশর্মা আসবেন এতে তো অবাক হওয়ার কিছু নেই।’’
আরও পড়ুন- Baguiati News: নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার দাবিতে বাগুইআটি থানায় ধরনা দম্পতির
উল্লেখ্য, এদিন চা চক্রে যাওয়ার আগে নেপালি কবি ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠান যোগ দেন মমতা। দার্জিলিঙে সেই অনুষ্ঠান মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নেপালি কবির জন্মদিনে বুধবার দার্জিলিংয়ের ম্যালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভানুভক্তের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “ভানুভক্ত বিভেদ করতেন না। আমরাও সবসময় একই কথা বলি। বিভেদ দূর করতে হবে। মাটিতে কাজ করতে করতে নেতার জন্ম হয়।”