ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। ১১ ও ১২ মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই তাপপ্রবাহ অন্যান্য জেলায় কমলেও চার জেলায় সতর্কতা জারি থাকবে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহ না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও সঙ্গে গরম থাকবে। আগামী সপ্তাহে ফের তাপপ্রবাহের আশঙ্কা থাকছে।
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ১৩ মে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। তারপর ফের গরম বাড়বে। জানিয়েছে হাওয়া অফিস। ১৫ ও ১৬ এই দুদিন ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা আছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলবর্তী জেলাতেই পড়তে পারে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।