তীব্র দাবদাহে রীতিমতো জর্জরিত রাজ্যবাসী। গরমের দাপটে নাজেহাল মানুষ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। এমনটাই জানাল ভারতীয় মৌসম ভবন। সেই সঙ্গে পশ্চিম রাজস্থান, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ওড়িশার একাংশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। রাজ্যের জেলাগুলির মধ্যে বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ হয়েছে। শুক্রবার এই জেলাগুলির সঙ্গেই পূর্ব বর্ধমান ও বীরভূমেও তাপপ্রবাহের সম্ভাবনা।
এর মধ্যেই কিঞ্চিৎ আশার কথা শোনালেন আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস। "আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও একটা-দুটো জেলায় তা হতে পারে। যেমন, বৃহস্পতিবার বাঁকুড়া বা বর্ধমানের দিকে অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন চলবে। তবে, ১ মে থেকে ক্লাউডিং বাড়ার ফলে তাপমাত্রা কমবে বলে মনে হচ্ছে। এর ফলে যে যে জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রয়েছে, সেই জেলাগুলিতে তাপপ্রবাহও কিছু কমবে বলে মনে করছি"।