গরমে নাজেহাল বঙ্গবাসী। এর মধ্যেই খানিক স্বস্তি দিল হাওয়া অফিসের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিক থেকে গরমের দাপট কমবে।
সোমবার হাওয়া অফিস জানিয়েছে, ২২ এপ্রিল অর্থাৎ শনিবার থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে। আগামী ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে হাওয়া বদল হবে। ৪০ ডিগ্রি থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা।
শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।